
শরবত বিক্রি করে চলে কাওছার মিয়ার সংসার
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ জীবন মানেই সংগ্রাম—এ কথার জীবন্ত উদাহরণ ব্রাহ্মণবাড়িয়ার কাওছার মিয়া। প্রায় দুই দশক ধরে তিনি হেঁটে হেঁটে শরবত বিক্রি করে সংসার চালাচ্ছেন। দিনে রোদ, বৃষ্টি কিংবা শীত—কোনো কিছুই থামাতে পারে না তাঁর পথচলা। কারণ, তাঁর কাঁধে শুধু একটি সংসারের দায় নয়, বরং ছয় সদস্যের পুরো পরিবারের দায়িত্ব।
কাওছার মিয়ার সংসারে সদস্য সংখ্যা ছয় জন। স্ত্রী ও তিন সন্তানের স্বপ্ন-আকাঙ্ক্ষা পূরণ করতে তিনি শরবতের গ্লাসে ভরসা রেখেছেন। দুই ছেলে ও এক মেয়ে পড়াশোনা করছে। তাঁদের লেখাপড়া থামিয়ে দিতে চান না কোনোভাবেই। তাই প্রতিদিন ভোরে উঠে শরবত তৈরির কাজ শুরু করেন, এরপর ভারে বালতি ঝুলিয়ে নিয়ে বেরিয়ে পড়েন পথে।
শরবত বিক্রির দীর্ঘ যাত্রা
প্রায় ২০ বছর ধরে শরবত বিক্রি করছেন কাওছার মিয়া। শুরুটা ব্রাহ্মণবাড়িয়া থেকে হলেও কাজের টানে তিনি ঘুরেছেন নানা জায়গায়। প্রথমে ময়ম...