
শেরপুরে গৃহবধূর নগ্ন ছবি ভিডিও ভাইরাল, অপরাধীরা অধরা
আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে গৃহবধূর নগ্ন ছবি ভিডিও ভাইরালের ঘটনা ঘটেছে। সম্প্রতি উপজেলার রানীশিমুল ইউনিয়নের হাসধরা গ্রামে এঘটনা ঘটে। জানা গেছে, এঘটনাকে কেন্দ্র করে অপরাধীদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী । এ বিষয়ে গৃহবধূর বড় ভাই মো,রুমান মিয়া বাদি হয়ে ২ বখাটে যুবককে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু এরিপোর্ট লেখা পর্যন্ত আসামীরা গ্রেপ্তার হয়নি। বরং উল্টো অভিযোগ তোলে নিতে নানাভাবে ভয়ভীতি ওপ্রাননাশের হুমকি প্রদর্শন করে আসছে আসামী পক্ষের লোকজন বাদির পরিবারকে। ফলে পরিবারটি এখন চরম নিরাপত্যা হীনতায় ভোগছেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, হাসধরা গ্রামের এক গৃহবধু (২২) গত ফেব্রুয়ারি মাসে প্রথমে গোসল করার সময় প্রতিবেশি সাইম ও আরিফ নামে ২ বখাটে যুবক ওই গৃহবধূর গোসলের নগ্ন ছবি...