শালিখা সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি প্রতিদিন আক্রান্ত নতুন নতুন ঘরবাড়ি রাস্তাঘাঠ।
স্বপন বিশ্বাস, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃমাগুরার শালিখা উপজেলা মাগুরা সদর সহ ঝিনাইদহ জেলার কিছু এলাকায় অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে বিস্তীর্ণ ফসলি মাঠ,মাছের ঘের,রাস্তা ঘাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থসেবা কেন্দ্র, বসত বাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে । বন্যার পানিতে বিস্তৃত ফসলের মাঠ গুলো যেন সাগরে পরিনত হয়েছে। প্রতিদিন যোগ হচ্ছে ক্ষতির পরিমাণ ।উপজেলার ৯৫ ভাগ আমন ধান লাগানোর কাজ শেষ হয়েে গিয়েছিল ।
কিছু জমি বাকি থাকলেও বীজতলা তলিয়ে যাওয়ার কারণে আর রোপণ সম্ভব হবে না। সরেজমিনে গিয়ে দেখা যায় ঝিনাইদহ জেলার কালিগন্জ ও সদর উপজেলার বামোনাইল, শিকারপুর,মুনুড়িয়া দোহাকুলা,শালিখা উপজেলার ধনেশ্বরগাতি,তালখড়ি,মাগুরা সদর উপজেলার রাঘবদাইড়,মঘী ইউনিয়নের প্রায় ৩০ টি গ্রাম পানিতে ভাসছে। রাস্তার উপর কোথাও কোথাও ২/৩ ফুট পানি উঠে গেছে। ফসলের আর তেমন কোনো চিহ্ন নেই, চারদিকে শুধুই থইথই...


