পাইকগাছায় এপি’র যৌথ পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছা: পাইকগাছায় আন্তর্জাতিক এনজিও, এনজিও ও বেসরকারি খাতের কর্মকর্তা-কর্মীদের নিয়ে শিশু কল্যাণ অর্থবছর ২০২৫-এর জন্য এপি'র একটি যৌথ পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে এপি সম্মেলন কক্ষে এপি ম্যানেজার বিভুদান বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম অফিসার পলাশ হিউবার্ট বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ স্পনসরশিপ ও চাইল্ড প্রটেকশন অফিসার ডিপল বিশ্বাস। কর্মশালা চলাকালীন সমস্ত স্টেকহোল্ডাররা পার্টনারশিপের মূল নিয়ম নির্ধারণ করে, পার্টনারশিপের ভিশন সম্পর্কে বোঝে, শিশু কল্যাণ (সিডাব্লুবি), ইস্যুভিত্তিক মূল কারণ বিশ্লেষণ করে, ইস্যুভিত্তিক দৃষ্টিভঙ্গি বোঝে, ডাব্লিউভিবি আইপিএফ, এসএফপি, প্রজেক্ট মডেল ও ইন্টারভেনশন এবং পার্টনারশিপের মূল্য বোঝে বিষয়ের উপর আলোচনা ও গুরুত্ব আরোপ করা হয়। এসময় কর্মশালায় ডিএসকে রিজিওনাল ম্যানেজার ম...








