
পায়রা’র খুপরিতে ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম:মুখ থুবড়ে পড়েছে পাইকগাছা পৌরভবনের নির্মাণ কাজ
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা
মুখ থুবড়ে পড়ে আছে পাইকগাছা পৌরভবনের নির্মাণ কাজ। চার তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ ছয় বছর আগে শুরু হয়। দুই বছর মেয়াদি ওই প্রকল্পের ৪০ ভাগ কাজ এখনো শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণ কাজের সময়সীমা তিন বছর পার হলেও এখনো পৌরভবন নির্মাণ না হওয়ায় জনদুর্ভোগ চরমে। এ অবস্থায় জরাজীর্ণ সংকীর্ণ পুরতন ভবনে জীবনের ঝুঁকি নিয়ে নাগরিক সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে পৌর কর্তৃপক্ষ।
পাইকগাছা পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা। প্রথম শ্রেণির পৌরসভা গঠিত হওয়ার পর নিজস্ব ভবনের জন্য পৌরসভার শিববাটি মৌজায় পাইকগাছা-কয়রা প্রধান সড়কের পাশে কেনা হয় সাড়ে ৪ বিঘা জমি। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট পৌর ভবন নির্মাণের কাজও শুরু হয়। স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্বে ছিলেন। আর কাজ করছে ঠিকাদারী প্রতি...