Tuesday, September 30
Shadow

রাঙ্গামাটি

কফি ও কাজুবাদাম প্রকল্পের ক‌য়েক কোটি টাকা পি‌ডির পকে‌টে

কফি ও কাজুবাদাম প্রকল্পের ক‌য়েক কোটি টাকা পি‌ডির পকে‌টে

অপরাধ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ, বান্দরবান, রাঙ্গামাটি
কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে প্রা‌ন্তিক কৃষক‌দের দারিদ্র্য হ্রাসকরণের ল‌ক্ষ্যে পার্বত্য চট্টগ্রা‌মের তিন জেলায় ২০২২-২৩ থে‌কে ২০২৪-২৫ তিন অর্থবছ‌রে বরাদ্দ দেওয়া হয় ৪১ কোটি চার লাখ টাকা। ‘ক‌ফি ও কাজুবাদাম প্রক‌ল্প’ না‌মে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে এসব অর্থ বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্পে দুর্নীতি করে যার বেশিরভাগ অর্থ নিজের পকেটে নিয়েছেন প্রকল্প প‌রিচালক (পি‌ডি) মো. জ‌সিম উদ্দি‌ন। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিন অর্থবছরের ম‌ধ্যে ২০২৪-২৫ অর্থবছ‌রে শুধুমাত্র বান্দরবানে বরাদ্দের প‌রিমাণ ছিল ১৫ কোটি ৮৩ লাখ টাকা। প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষক‌কে কফি ও কাজুবাদামের উন্নতজাতের বীজসহ নানা সু‌বিধা দেওয়ার কথা থাক‌লেও শুধুমাত্র নিম্নমা‌নের অপ‌রিপক্ব কিছু চারা দি‌য়ে দায় সে‌রেছেন প্রকল্প প‌রিচালক। এসব কার‌ণে প্রক‌ল্পের মেয়াদ শেষ হতেই মা‌টি‌তে মি‌শে গেলো বে‌শিরভাগ কৃষ‌কের স্ব...