নাসির নগরে কুকুরিয়া খালের ভাঙ্গা ব্রিজের ধ্বংসাবশেষ, চরম ভোগান্তিতে এ জনপদে মানুষ
খ, ম, জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকেঃ
ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার কুকুরিয়া খাল। তিন বছর ধরে এ খালে পড়ে আছে ভাঙা সেতুর ধ্বংসাবশেষ। নারী-শিশু-বৃদ্ধ সেতুর ঝুঁকিপূর্ণ কাঠের সিঁড়ি বেয়ে ট্রলারে ওঠে। পারাপারের সময় পানিতে ডুবে প্রাণ গেছে অন্তত পাঁচজনের, আহত অর্ধশতাধিক। অথচ তিন বছরেও নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।গোকর্ণ, কুন্ডা, পূর্বভাগ, হরিপুর, উপজেলা সদরসহ পাঁচ ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াত কুকুরিয়া খাল দিয়ে। গুরুত্ব বিবেচনা করে ১৯৯৯-২০০০ অর্থবছরে পাউবো এ খালের ওপর ৩৯ মিটার দীর্ঘ সেতু ও ছয় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করে। ২০২২ সালের বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। ওই বছরেই সাপোর্ট টু রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় ৬৯ মিটার নতুন সেতু নির্মাণের জন্য সাত কোটি টাকার একটি প্রস্তাব পাঠানো হয়। ‘অর্থ সংকট’ দেখিয়ে সেই প্রস্তাব পাস করা হয়নি। এরপরও কয়ে...







