
নাসির নগরে ইউ এন ও কর্তৃক পুরস্কৃত হলেন হাফেজ ফজলে রাব্বুল।
খ, ম,জায়েদ হোসেন, নাসির নগর, ( ব্রাহ্মণ বাড়ীয়া): ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলায় মাত্র ১৩৫ দিনে সম্পূর্ণ কোরআন শরিফ হিফজ করে আলোড়ন সৃষ্টি করেছে ১০ বছরের শিশু ফজলে রাব্বুল। উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের এই শিশু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শিশু হাফেজ নামে পরিচিত পেয়েছে।
হাফেজ শিশুর বাবা মোঃ ফরিদ মিয়া ও পারভীন বেগম দম্পতির স্বপ্ন ছিল ছেলেকে হাফেজ বানানোর, এই স্বপ্নকে বুকে লালন করে ভর্তি করা হয় বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে হজরত শাহ জালাল ( রহঃ) দারুস সুন্নাহ হাফেজিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসায়। সেখানে ভর্তি হওয়ার পর মাত্র ১৩৫ দিন (৪ মাস ১৫ দিনের) মধ্যে পুরো ৩০ পারা কোরআন শরীফ মুখস্ত করে হাফেজ হয় ফজলে রাব্বুল।
তার এ অর্জনে আনন্দিত তার পরিবার , শিক্ষক,সহপাঠী সহ এলাকাবাসী। তার এমন সাফল্যে মাদ্রাসা এবং সামাজিক যোগাযোগ মাধ্য...