
ট্রান্সকমের সিমিন রহমানের বিরুদ্ধে ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ
ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের পরিবারের সম্পত্তি নিয়ে তীব্র বিরোধের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, গ্রুপটির বর্তমান সিইও সিমিন রহমান জাল দলিল ও ভুয়া স্বাক্ষর তৈরি করে ৩০ হাজার কোটি টাকার সম্পদ এককভাবে নিজের দখলে নিয়েছেন।
সিমিনের ছোট বোন শাযরেহ হকের অভিযোগ, এই প্রতারণার মাধ্যমে সিমিন তাঁদের মায়ের পেটের ভাই-বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। তিনি জানান, সিমিনের বিরুদ্ধে গুলশান থানায় তিনটি মামলা করেছেন, যার মধ্যে জালিয়াতি, প্রতারণা ও আত্মসাতের অভিযোগ রয়েছে। তবে প্রভাব খাটিয়ে সিমিন তদন্ত প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।
সিমিন রহমান, শাযরেহ হক
অভিযোগের বিবরণ
ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো— মিডিয়া স্টার লিমিটেড (প্রথম আলো), মিডিয়া ওয়ার্ল্ড (ডেইলি স্টার), বাংলাদেশ ল্যাম্পস, ট্রান্সকম ইলেকট্রনিক্স, এসকেএফ ফার্মাসিউটিক্য...