ভারত-পাকিস্তান যুদ্ধ: পিঠাপিঠি খেলাটা শেষ করো, আমি আছি সাহায্যের জন্য: বললেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ভারতে-পাকিস্তানে ঝগড়াঝাঁটি থামাতে বললেন—"এবার দয়া করে থেমে যাও!" বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, "অবস্থা খুবই খারাপ। আমার মনে হয়, আমি দুই দেশকেই ভালো চিনি, ভালো বোঝাপড়াও আছে। আমি চাই, তারা নিজেরা মিলে মিটমাট করুক।"
ট্রাম্প বলেন, "যেমন খেলা গেছে, একে একে বদলা নেওয়া হয়ে গেছে। এবার তো থামতেই পারে, তাই না?" সঙ্গে যোগ করলেন, "যদি আমার কিছু করার থাকে, আমি তৈরি আছি।"
https://youtu.be/n3kLVWAESdA
এই মন্তব্য আসে একদিন পরই, যখন ভারত চালায় 'অপারেশন সিন্দূর'—পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটির উপর ত্রিমাত্রিক হামলা। প্রথম বিশ্বনেতাদের মধ্যে ট্রাম্পই ছিলেন যিনি এই অভিযানের প্রতিক্রিয়া দেন।
"আমরা তখন ওভাল অফিসে ঢুকছিলাম, তখনই খবর পেলাম," ট্রাম্প বলেন। "এরা অনেক দিন ধরেই মারামারি করছে। আমি শুধু চাই সবকিছু...









