প্রতিবন্ধী হয়েও জীবন যুদ্ধে এগিয়ে চলেছে আকাশ রায়
কার্ত্তিক দাস, নড়াইল: বাড়ির পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ। বর্ষাকালে মাঠটি পানিতে ডুবে থাকে। হাটু সমান পানি থাকায় মাঠে খেলার উপযোগি পরিবেশ ছিল না। যে কারণে আকাশ রায়ের বাড়ির উঠানকে বেছে নিয়েছিল খেলার জন্য।মাটির দেয়ালের ঘর । সেই দেয়ালে দাগ কেটে গোলপোষ্ট বানিয়ে খেলা করছিল কয়েক বন্ধু মিলে। আকাশ রায় ছিল গোলকিপার। সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। কে জানতো বৃষ্টির পানিতে দেয়াল ধসে পড়বে! সেই দেয়ালের নিচে মাটি চাপা পড়েছিল আকাশ। এতে তার মেরুদন্ডে প্রচন্ড আঘাত লাগে।বয়স তখন তার ৫/৬ বছর। ছেলেকে উন্নত চিকিৎসা করানোর মত তেমন আর্থিক সঙ্গতি ছিল না আকাশের বাবা রূপ কুমার রায়ের।
অগত্যা স্থানীয় হাসপাতালে চিকিৎসা করান তিনি।কয়েক মাস অপেক্ষার পর তেমন উন্নতি না দেখে বাবা রূপ কুমার মুষড়ে পরেন। এক পর্যায়ে ছেলেকে উন্নত চিকিৎসার জন্য তিনি ধারদেনা করে নিয়ে যান ভারতের একটি হাসপাতালে। দূর্গা পূজা থাকায় চিকিৎসক...









