গল্পের নাম: “শেষ ট্রেনটা যখন ছাড়ে”
এ. কে. এম. নাজমুল আলম : ভালোবাসা সবসময় চিৎকার করে আসে না, কখনো কখনো চলে যায়— একদম শব্দ না করে...”
নিরা ট্রেন ধরতে দৌড়াচ্ছিল। চোখে-মুখে ক্লান্তি, হাতে ভারি ব্যাগ, মনে একরাশ অভিমান।
একটা ব্যর্থ সম্পর্কের শেষ ছুঁয়ে ফেরা কেউ আর কি-ই বা নিয়ে ফেরে?
ঠিক তখনই ধাক্কা খেয়ে পড়লো।
একটা হাত তাকে টেনে ধরলো।
“সাবধান! ট্রেন তো থামেই না, মন ভাঙা মানুষ তো আরও তাড়াতাড়ি পড়ে যায়!”
বললো ছেলেটা, মুখে হালকা হাসি, চোখে গভীর বিষাদ।
ছেলেটার নাম ছিল নাঈম
পাশাপাশি বসা দুই অচেনা মানুষ— কিন্তু ট্রেন যতদূর যাচ্ছিল, তাদের মধ্যকার দূরত্ব যেন কমে আসছিল।
নিরা কথা বলতো কম, কিন্তু নাঈম কথা কমানো জানতো।
সে বললো, "তোমার চোখে অভিমান, আর আমার জীবনে আফসোস—এই ট্রেন আমাদের ঠিকঠাক একসাথে এনেছে মনে হয়।"
নিরা একটু হেসে বললো, "তুমি কবি না অভিনেতা?"
"আমি আসলে হেরে যাওয়া মানুষ—তবে এখনো গল্প ...







