পলাতক হাসিনা মৃত্যুদণ্ড যে কারণে গুরুত্বপূর্ণ
Mohammad Saiful এর ফেসবুক থেকে।
যারা ভাবছেন পলাতক হাসিনার মৃত্যুদন্ডের রায় গুরুত্বপূর্ণ না,কারণ সে (ভারতের) কোলে বসে আছে।
দেশে নাই, উপস্থিত নাই, ফাঁসি দিতে পারবে না।
আপনাদের ভাবনা সম্পূর্ণ ভুল!
এই রায়ের বিশেষ কিছু তাৎপর্য আছে।
প্রথমত , ভারতে বসে একমুহূর্তে হাসিনা এই রায়ের বিপক্ষে আপিল করতে পারবে না!
মানে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের বিপক্ষে আপিল করতে হলে আসামীকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে গ্রেফতার হয়ে আত্মসমর্পণ করতে হবে।
সময়সীমা ৩০ দিন এরপর আপিল করার সুযোগ শেষ হয়ে যাবে।
দ্বিতীয়ত ধরেন, শেখ হাসিনাকে দেশে আনা সম্ভব হলে কিংবা সে নিজ ইচ্ছায় দেশে আসলেই রাতারাতি ফাঁসি কার্যকর করতে আইনি কোনো বাঁধা থাকবে না।
যেমন: ২০২০ সালে শেখ মুজিব হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী কলকাতা ফেরত ক্যাপ্টেন মাজেদকে যেভাবে রাতারাতি ফাঁসি কার্যকর করেছিলো ঠিক তেমনটাই হবে হাসিনা...









