Wednesday, May 21
Shadow

পাইকগাছায় শ্রমিকলীগ-বিএনপি নেতার বিরুদ্ধে সাবেক কাউন্সিলর কবিতার সংবাদ সম্মেলন

পিসি মন্ডল রিপোর্টার, পাইকগাছা : পাইকগাছায় হামলা-মারপিট ও চাঁদাদাবির অভিযোগে সাবেক পৌর কাউন্সিলর কবিতা রানী দাশ সংবাদ সম্মেলন করেছেন। তিনি সোমবার বেলা ১২ টায় পাইকগাছা প্রেসক্লাবে পৌর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক  জাকির হোসেন  ও পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তফা মোড়লের বিরুদ্ধে এ সাংবাদিক সম্মেলন করেন। এ দু’জনের বাড়ি পৌর সভার ৩ নং ওয়ার্ডে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  কবিতা  দাশ  জানান, আমি একাধিক বার পৌরসভার ৪, ৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিল নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি। কাউন্সিল থাকাকালে আমি পৌরসভাস্থ জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পরিচালক সাবেক কাউন্সিলর আলাউদ্দীন গাজী আমাকে সমিতির আদায়কারী হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব পেয়ে আমি আদায়কৃত অর্থ সমিতিতে প্রতিনিয়ত জমা দিয়ে রশীদ সংগ্রহ করে রাখি। কিন্তু পরবর্তীতে  সমিতির অর্থ তছরুপ নিয়ে টানাপড়েনে গ্রাহকরা পরিচালনা পর্ষদের  সাথে আমাকেও দায়ী করতে থাকে।  এক পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসন পর্যন্ত গড়ালে এ নিয়ে একটি  কমিটি করা হয়। আওয়ামীলীগ আমলে  শ্রমিকলীগের আহ্বায়ক জাকির হোসেন ও সমিতির  অনেকেই আমার  উপর চাপ সৃষ্টি করে  ১০ লক্ষ টাকা দাবি করে গ্রাহকদের সমন্বয় করার দায়িত্ব নিয়ে পরিচালনা পর্ষদের কাছ থেকে একাধিক চেক নেয়। কবিতা আরোও  উল্লেখ করেন গত ৫ আগস্টের পর জাকির হোসেন ও পৌর বিএনপি সাবেক সদস্য সচিব  ও বর্তমান যুগ্ম আহবায়ক মোস্তফা মোড়ল এক হয়ে আমার বড়ীতে এসে দাবিকৃত টাকার জন্য চাপ সৃষ্টি করে। কবিতা রানী অভিযোগ করেন উক্ত টাকা দিতে অস্বীকার করলে জাকির-মোস্তফা  গ্রাহকদের ইন্ধন দিয়ে ক্ষেপিয়ে তোলেন। এক পর্যায়ে তারা গত ১৬ মে বিকেলে  ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে আমাকে মারপিট করে আহত করে। এ সময় তারা টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র  নিয়ে যায়।  পরবর্তীতে প্রশাসন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।  কবিতা ও  তার পরিবারের সদস্যরা এ মুহুর্তে নিরাপত্তাহীনতায় ভূগছেন এমন দাবি করে সাংবাদিক ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *