Thursday, May 22
Shadow

টাঙ্গুয়ার হাওরের  নজরখালি বাঁধ উপচে পানি প্রবেশ

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর সুনামগঞ্জ : ভাটির জনপদ খ্যাত  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তর টাঙ্গুয়ার হাওরের পাহাড়ি ঢলে নজরখালি বাঁধ উপচে পানি প্রবেশ করছে।

টানা কয়েতদিন ধরেই বাঁধ উপচে পড়ে পানি প্রবেশ করছে বলে জানান স্থানীয়রা। তবে এই বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত ফসলরক্ষা বাঁধ না। স্থানীয়রা এই বাঁধ যাতায়াতের জন্য তৈরি করেছেন স্থানীয়রা।

কৃষি বিভাগ সুত্রে জনাযায় , সংরক্ষিত হাওর টাঙ্গুয়ায় এক হাজার ২৩৫ হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ ধান কাটা হয়ে গেছে।

স্থানীয় পরিবেশ কর্মী ও কৃষক আহমদ কবীর বলেন,টাঙ্গুয়ার হাওরের এই বাঁধ আমরা স্থানীয়রা মেরামত করি। প্রতি বছর এই সময়ে পাহাড়ি ঢলে উপচে পানি প্রবেশ করে। এবারও সকাল থেকে পানি প্রবেশ করছে। পানির তোড়ে বাঁধটি ভেঙে গেছে তবে এতে হাওরের ফসল নষ্ট হওয়ার সুযোগ নেই। যেসব এলাকার জমি কর্তন হয়নি তা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে।

পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন,টাঙ্গুয়ার হাওরে আমাদের পাউবোর কোনো বাঁধ নেই। এটি স্থানীয়রা এই মৌসুমে চলাচলের জন্য তৈরি করেন। পাহাড়ি ঢল বৃদ্ধি পাওয়ায় এখন বাঁধ উপচে পানি প্রবেশ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *