Monday, May 19
Shadow

নাশকতা মামলায় দুই ইউপি সদস্যসহ ছাত্রলীগের কর্মী আটক


এম এন আলী শিপলু, খুলনা : খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় দুই ইউপি সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৪ মে) সকালে উপজেলার বাঁকা বাজার থেকে রাড়ুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়ল(৪০), ১নং ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ বাপ্পি (৪৫) কে কাঠিপাড়া বাজার ও ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তবা রাফিদ প্রিন্স (১৯) কে মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ১১ টায় লক্ষীখোলা বাজার থেকে আটক করে।ওসি তদন্ত ইদ্রিসুর রহমানের নেতৃত্বে এস আই খায়রুল ইসলাম এএসআই পলাশ ও রবিউল ইসলাম অভিযান চালিয় তাদেরকে আটক করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইদ্রিসুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের বুধবার (১৪ মে) সকালে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *