Monday, May 19
Shadow

লাকসামে ইউএনও’র মানবিক উদ্যোগ প্রতিবন্ধী শিক্ষার্থীকে ওয়াকার উপহার

সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ সোমবার (১২ মে) একজন শারীরিক প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে চলাফেরার জন্য একটি ওয়াকার প্রদান করেছেন।

প্রতিবন্ধী ওই শিক্ষার্থীর নাম পল্লব মজুমদার। সে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছোট চাঁদপুর (চুনাতি) গ্রামের বাবুল মজুমদারের ছেলে। সে বরইগাঁও জ‍্যোতিপাল মহাথের বৌদ্ধ অনাথ আশ্রম উচ্চ বিদ‍্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে।

ওইদিন বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে  শারীরিক প্রতিবন্ধী ওই শিক্ষার্থীকে ওয়াকারটি প্রদান করা হয়।

এ সময় শারীরিক প্রতিবন্ধী ওই শিক্ষার্থীর বাবা বাবুল মজুমদার, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্প্রতি শারীরিক প্রতিবন্ধী পল্লব’র চলাফেরার জন্য মানবিক সহায়তা হিসেবে একটি ওয়াকার চেয়ে মো. আরিফুর রহমান স্বপন নামে লাকসামের একজন গণমাধ্যমকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। বিষয়টি লাকসামের ইউএনও’র নজরে আসলে তিনি উপহার হিসেবে ওয়াকারটি  শারীরিক প্রতিবন্ধী ওই শিক্ষার্থীকে প্রদান করেন।

শারীরিক প্রতিবন্ধী ওই শিক্ষার্থীর বাবা বাবুল মজুমদার তাঁর প্রতিক্রিয়ায় জানান, আমি একজন হতদরিদ্র মানুষ। অভাব-অনটনের সংসার। এমনিতেই সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছি। আবার ছেলেটিও শারীরিক প্রতিবন্ধী। অনেক কষ্ট করে স্কুলে আসা-যাওয়া করে। একটি ওয়াকার কিনে দেওয়ার মতো আমার কোনো সাধ্য নেই।

তিনি বলেন, ইউএনও স্যারের এমন মানবিক সহায়তার ফলে আমার ছেলের চলাফেরায় এখন আর তেমন কষ্ট হবে না। আমার ছেলের চলাফেরার জন্য তিনি যে উপহার দিয়েছেন সেজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা তাঁর মঙ্গল করুক এই আশীর্বাদ থাকলো।

এই ব্যাপারে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টটি দেখে তিনি এমন উদ্যোগ গ্রহণ করেন।

ইউএনও বলেন, সমাজের বিত্তবান ও মানবিক ব‍্যক্তিবর্গ স্ব স্ব অবস্থান থেকে স্বাধ‍্যমত  মানুষের কল‍্যাণে এগিয়ে আসলে সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে।
এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন মানবিক পোষ্ট দেয়ায়  গণমাধ্যমকর্মী মো. আরিফুর রহমান স্বপনকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *