
ডেস্ক নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের সম্মানিত উপদেষ্টা মন্ডলী সদস্য, জনাব কে এম হারুন অর রশিদ ( সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, ও সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় কমিটি, জিয়া সাইবার ফোর্স) এর সাথে আজ ২১ এপ্রিল দুপুর ১২ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় কনফারেন্স রুমে মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির, সম্মানিত সভাপতি হাবিব আহমেদ আশিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টিটু, সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল মনির, সহ-সভাপতি নজরুল ইসলাম কামাল, প্রচার সম্পাদক মোঃ তানজিল শিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মিরাজ মাতব্বর প্রমূখ।

মতবিনিময় কালে উপদেষ্টা বলেন সংগঠনে যাতে ফ্যাসিবাদীর কোন জায়গা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোন প্রকারের কমিটি বাণিজ্য না করে জিয়ার আদর্শকে ভালোবেসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। কোন প্রকারের অনিয়ম যাতে না হয় সেদিকে সব সময় নজর দিতে হবে। নেতা হওয়ার মনোভাব বাদ দিয়ে কর্মী হয়ে সংগঠনের কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।