
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: দ্বিবার্ষিক কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচনের দুই সপ্তাহ পর নওগাঁর মান্দা উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার (২৮ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়, যা নেতাকর্মীদের মধ্যে এনেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতীন, সাধারণ সম্পাদক হিসেবে আছেন মাঠ পর্যায়ের অভিজ্ঞ সংগঠক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন শামশুল ইসলাম বাদল।
কমিটি ঘোষণার পর থেকেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ার বইছে। তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনে ও পোস্টে নতুন কমিটিকে স্বাগত জানাচ্ছেন। অনেকে বলছেন, দীর্ঘদিন পর একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় দলীয় কার্যক্রমে নতুন গতি আসবে।
নবনির্বাচিত সভাপতি এম এ মতিন বলেন, “মান্দার মানুষ বিএনপিকে ভালোবাসে। তাদের ভালোবাসার প্রতিদান দিতেই আমরা এই দায়িত্ব নিয়েছি। এই কমিটি আন্দোলনের রূপরেখা তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে।”
সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, “এই দায়িত্ব শুধু সাংগঠনিক নয়, এটি ঐতিহাসিক দায়। আমরা কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে কাজ করবো।”
তবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আনন্দের মাঝেও কিছু নেতাকর্মীর মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেক ত্যাগী ও দীর্ঘদিন দলের সঙ্গে থাকা কর্মীরা অভিযোগ করছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র কর্মী বলেন, “দলের জন্য সব করেছি, কিন্তু এবারও কমিটিতে স্থান পেলাম না। মনে হচ্ছে আমাদের অবদানকে কেউ গুরুত্ব দেয় না।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কমিটি সাংগঠনিকভাবে শক্তিশালী হলেও, বঞ্চিতদের হতাশা দূর না হলে দলীয় ঐক্যে ফাটল ধরতে পারে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে আছেন—সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, সহসভাপতি এ কে এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, রফিকুল ইসলাম সরদার, এমরান আলী মাস্টার, মোফাজ্জল হোসেন মন্টু, আবুল হাসেম সরদার প্রমুখ।
সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে আছেন বেলাল হোসেন খান, আবুল কালাম আজাদ ও সেলিম মোর্শেদ চৌধুরী। সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল ছাড়াও রয়েছেন অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার।
দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন খান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, ছাত্র বিষয়ক সম্পাদক সাজ্জাদ আহম্মেদ, মামুনুর রশিদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন অভিজ্ঞ ও নবীন নেতাদের সমন্বয়।
নেতাকর্মীরা আশা করছেন, এই কমিটি শুধু একটি তালিকায় সীমাবদ্ধ থাকবে না, বরং এটি আগামী জাতীয় নির্বাচনে “ধানের শীষ” প্রতীকের বিজয়ের লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবে।