Thursday, August 21
Shadow

চীনের দ্বিতীয় এজি-৬০০ উভচর বিমানের সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দ্বিতীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে ব্যবহৃত উভচর বিমান এজি-৬০০-এর পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। রোববার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশেল চুহাই শহরে এই উড্ডয়ন অনুষ্ঠিত হয়।

অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না (এভিআইসি) জানিয়েছে, এ পরীক্ষামূলক উড্ডয়নে বিমানটি নকশাগত সব শর্ত পূরণ করেছে এবং নিরাপত্তার মান বজায় রেখেছে। শিগগিরই বিমানটি মধ্য চীনের হুবেই প্রদেশের ইয়িছাং শহরে রং করার জন্য নেওয়া হবে, এরপর চূড়ান্তভাবে ক্রেতার কাছে হস্তান্তর করা হবে।

খুনলং কোডনামে পরিচিত এজি-৬০০ হলো চীনের প্রথম বৃহৎ বেসামরিক বিশেষায়িত বিমান, যা জরুরি উদ্ধারকাজ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যবহার করা হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *