
চীন বানালো অত্যাধুনিক হাইপারস্পেকট্রাল ক্যামেরা
চীনের গবেষকদল তৈরি করেছে দেশের প্রথম হাইপারস্পেকট্রাল ক্যামেরা। স্ন্যাপশট কমপ্রেসিভ ইমেজিং প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নত অপটিক্যাল হার্ডওয়্যার ও ইন্টেলিজেন্ট অ্যালগরিদমের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জার্নাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি সূত্রে এই তথ্য জানিয়েছে সিএমজি।
ক্যামেরাটি তৈরি করেছে হাংচৌয়ের স্টার্টআপ কোম্পানি ওয়েস্টলেক ইন্টেলিজেন্ট ভিশন টেকনোলজি।
কোম্পানির প্রতিষ্ঠাতা ও ওয়েস্টলেক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং স্কুলের অধ্যাপক ইউয়ান শিন বলেন, হাইপারস্পেকট্রাল ক্যামেরা আমাদের আরও স্পষ্টভাবে দেখাবে।
এই ক্যামেরা দৃশ্যমান আলো (৪০০ ন্যানোমিটার) থেকে শুরু করে ইনফ্রারেড আলো (১,০০০ ন্যানোমিটার) পর্যন্ত ১০০টির বেশি বর্ণালীর ব্যান্ডে আলো বিশ্লেষণ করতে পারে। একবারের এক্সপোজারে এটি ১০২৪ বাই ১০২৪ পিক্সেল রেজোলিউশনে ১০০টি ধারাবাহিক স্পেকট্রাল চ্যানেলের...