Friday, August 15
Shadow

Tag: শুল্কচুক্তি

স্বার্থে আঘাত এলে কোনো শুল্কচুক্তিকে সমর্থন নয়: চীন

স্বার্থে আঘাত এলে কোনো শুল্কচুক্তিকে সমর্থন নয়: চীন

বিদেশের খবর
চীনের স্বার্থের বিনিময়ে কোনো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি মেনে নেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়োংছিয়ান এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যকার সাম্প্রতিক বাণিজ্য চুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি জানান, বিষয়টি চীন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। হ্য বলেন, ‘যুক্তরাষ্ট্রের তথাকথিত পারস্পরিক শুল্ক আরোপ একতরফা বলপ্রয়োগের উদাহরণ, যা চীন বরাবরই দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে।’ তিনি আরও বলেন, চীন চায়, অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিভেদ সমাধানে সমতার ভিত্তিতে অগ্রসর হোক। এই প্রক্রিয়ায় যদি চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়, তবেচীন কঠোর পাল্টা ব্যবস্থা নেবে। সূত্র: সিএমজি...