Friday, August 15
Shadow

Tag: লক্ষণ ও চিকিৎসা

ভেরিকোসিল : লক্ষণ ও চিকিৎসা

ফিচার, স্বাস্থ্য
ডা: মোঃ হুমায়ুন কবীর কনসালটেন্ট, রেনেসাঁ হোমিও মেডিকেয়ার, ২৫/৩, নবাব কাটারা, নিমতলী, চানখাঁরপুল, ঢাকা-১০০০ : ভেরিকোসিল হলো এমন একটি অবস্থা, যেখানে পুরুষের অন্ডকোষ হতে ওপরের দিকে বিস্তৃত শিরাগুলির অস্বাভাবিক ফুলে যাওয়া এবং পেঁচানো অবস্থায় সৃষ্টি হওয়া। শতকরা ১৫ ভাগ পুরুষের মধ্যে ভেরিকোসিল রোগটি দেখা দেয় যা পায়ের শিরার ভেরিকোসের মতো। শৈশব- কিশোরদের মধ্যে রোগটিতে বেশী আক্রান্ত হয়। পুরুষ বন্ধ্যাত্বের সবচেয়ে সাধারণভাবে শনাক্তযোগ্য কারণ হলো ভেরিকোসিল। বাম দিকে রোগটি বেশি হলেও ডান দিকে বা উভয় দিকেও হতে পারে। লক্ষণ অস্বস্তিভাব, অন্ডকোষে অল্প ব্যথা হতে পারে অন্ডকোষের শিরাবৃদ্ধি এবং মচকে যাওয়া অন্ডকোষ ফুলে যাওয়া, ভারী হওয়ার অনুভূতি ব্যথাবিহীন টেষ্টিকুলার লাম্প শুক্রানুর সংখ্যা কমে যাওয়া বন্ধ্যাত্বের মতো উপসর্গ তৈরী হওয়া অন্ডকোষে নিস্তেজ, বারবার ব্যথা অন্ডকোষে দৃশ্যমানভাবে প্যাঁচানো শিরা দ...