Monday, November 17
Shadow

Tag: বিশ্ব যুব শান্তি সম্মেলন

বিশ্ব যুব শান্তি সম্মেলনে সি চিন পিংয়ের বার্তা

বিশ্ব যুব শান্তি সম্মেলনে সি চিন পিংয়ের বার্তা

বিদেশের খবর
চলতি বছর জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধযুদ্ধ তথা বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, মঙ্গলবার, বিশ্ব যুব শান্তি সম্মেলনে পাঠানো এক বার্তায় বলেন, ৮০ বছর আগে, চীনা জনগণ বিশ্ববাসীর সাথে কঠোর যুদ্ধ ও চেষ্টা দিয়ে পুরোপুরিভাবে ফ্যাসিবাদকে পরাজিত করে এবং শান্তি অর্জন করে। তিনি আশা প্রকাশ করেন, শান্তির ভবিষ্যত যুবসমাজের কাঁধে। বিভিন্ন দেশের যুবক-যুবতীরা এই সম্মেলনের সুযোগে, চিন্তাধারা বিনিময় করবেন এবং শান্তিপূর্ণ উন্নয়নের বাস্তবায়নকারী হবেন, যাতে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে বুদ্ধি ও শক্তি যোগানো যায়।  ‘একসাথে শান্তির জন্য’ প্রতিপাদ্যে বিশ্ব যুব শান্তি সম্মেলন এদিন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সূত্র: সিএমজি...