
বাকৃবির গবেষণা- দেশে প্রথমবারের মতো ২৫টি ‘অধিক বিপদজনক বালাইনাশক’ চিহ্নিত
মুসাদ্দিকুল ইসলাম তানভীর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় : খাদ্য মানুষের অন্যতম মৌলিক চাহিদা। অথচ এই খাদ্য উৎপাদনেই এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে কিছু ভয়াবহ বালাইনাশকের কারণে। অধিক ফলন নিশ্চিত করতে কৃষিতে হাইব্রিড ও উচ্চফলনশীল জাতের ফসলের ব্যবহার বাড়ছে। এর ফলে পাল্লা দিয়ে বেড়েছে রোগ-পোকা ও অনিয়ন্ত্রিত বালাইনাশকের ব্যবহার। আর এসব বিষাক্ত বালাইনাশক সরাসরি প্রভাব ফেলছে কৃষক, ভোক্তা ও পরিবেশের ওপর। ক্যান্সারসহ নানা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হচ্ছেন কৃষকরা। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের জরিপ (২০১৫–১৭) অনুযায়ী, তাদের হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত পুরুষ রোগীদের মধ্যে প্রায় ৬৪ শতাংশ কৃষির সঙ্গে সরাসরি জড়িত। এই তথ্যই বলছে—বিষ কীভাবে খাদ্যচক্রে ঢুকে মানুষ ও পরিবেশে বিপর্যয় ডেকে আনছে
এই বাস্তবতায় দেশে প্রথমবারের মতো ‘অধিক বিপদজনক বালাইনাশক’ চিহ্নিত করলেন বাংলাদেশ কৃষি বিশ্বব...