নতুন করে করোনা সংক্রমণ: আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা
বর্তমানে দেশে ও বিশ্বজুড়ে আবারও কিছু এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সময়মতো সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চললেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
নিচে করোনা প্রতিরোধে করণীয় ও বর্জনীয় কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো: করনীয় বিষয়সমূহ: অপ্রয়োজনে বাসা থেকে বের হবেন না- যেহেতু অধিকাংশ বাচ্চাদের টিকা দেয়া নেই তাই তারা একটু বেশি ঝুকিপূর্ণ। কাজেই বাচ্চাদের নিয়ে শপিং করা বা বাইরে বেড়ানো আপাদত বন্ধ রাখা জরুরী। ভিড় এড়িয়ে চলুন, বাচ্চা ও বৃদ্ধদেরকেও ভিড় মুক্ত রাখা উচিত। জরুরী কাজ ব্যাতিত বাইরে আনা ঠিক হবে না। বাইরে বের হলেও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
মাস্ক ব্যবহার করুন– ভিড়যুক্ত স্থান, হাসপাতাল বা গণপরিবহনে গেলে অবশ্যই ভালো মানের মাস্ক (যেমন N95 বা 3-প্লাই মাস্ক) পরুন।
নিয়মিত হাত ধোয়া– সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধ...








