
সাংবাদিক নাদিম হত্যা মামলার, প্রধান আসামি বাবু ইউপি চেয়ারম্যান পদে পুনর্বহাল
মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে ইউপি চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে।
২৯ জুলাই (মঙ্গলবার) বিকেলে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উপ পরিচালক, স্থানীয় সরকার) এ কে এম. আব্দুল্লাহ-বিন-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এ বছরের ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট তার বরখাস্তের আদেশের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন। মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। তবে হাইকোর্টের রায়টি ১৯ ফেব্রুয়ারি থেকে ০৬ মাসের জন্য কার্যকর হওয়ায় বাবু আর মাত্র ২০ দিনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থগিতাদেশ প্রত্যাহারের প্রেক্ষিতে ২৮ জুলাই বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানার...