পাইকগাছায় সরকারী গেটের খাস খাল আটকিয়ে জলবদ্ধতা সৃষ্টি পায়তারা: আদলতে মামলা ও ডিসি দপ্তরে অভিযোগ
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় গেটের খাস খাল আটকিয়ে মাছ চাষ করায় পানি ওঠা-নামার পথ বন্ধ হয়ে গেছে। ফলে ১২ টি মৌজার হাজার হাজার বিঘা জমির পানি নিষ্কাশন অনিশ্চিত হয়ে পড়েছে। একারণে সরকারের পক্ষ থেকে আদালতে দেঃ মামলা ও জেলা প্রশাসকের দপ্তরে গণস্বাক্ষরিত অভিযোগ হয়েছে।
মামলা ও অভিযোগে জানা যায়, উপজেলার কামারাবাদ ও ভৈরব ঘাটা মৌজায় অবস্থিত সরকারী গেটের ৩৬.৭৬ একর খাস খাল। যেখানে বাঁধ দিয়ে রামচন্দ্র নগরের মৃত অতুল কৃষ্ণ মন্ডলের ছেলে নির্ম্মল চন্দ্র মন্ডল ও মনোহর মন্ডল মাছ চাষ করছে। যার ফলে হাউলী, প্রতাবকাটি, কাজীমুছা, নাবা, বাদামতলা, হাবিবনর, মালথ, বিরাশী, বারইডাংগা, শ্যামনগর, ভৈরবঘাটা ও কামারাবাদ মৌজার হাজার হাজার বিঘা জমির পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় সরকারের পক্ষে খুলনা জজ আদালতে দেঃ ২৭৪/২০২১ মামলা করা হয়। এদিকে সম্পূর্ণভাবে পানি নিষ্কাশন...