Wednesday, November 19
Shadow

Tag: পঙ্গপাল

পঙ্গপালের জোট বাঁধার সূত্র আবিষ্কার করলেন চীনা বিজ্ঞানীরা

পঙ্গপালের জোট বাঁধার সূত্র আবিষ্কার করলেন চীনা বিজ্ঞানীরা

বিদেশের খবর
ফসলের মহাশত্রু পঙ্গপালকে নিয়ন্ত্রণের কার্যকর একটি সূত্র খুঁজে পেয়েছেন চীনের গবেষকরা। পঙ্গপালের ঝাঁক তৈরি হওয়ার পেছনে জৈবিক প্রক্রিয়া ও ফেরোমোন নিঃসরণের উপায় খুঁজে পেয়েছেন তারা। এতে করে পঙ্গপালকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলে তা হলে পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় একটি বড় অগ্রগতি। বিশেষ করে কৃষি, মানবস্বাস্থ্য ও পরিবেশের দূষণ ঠেকানো যাবে এতে। চায়না একাডেমি অব সায়েন্সেসের জুয়োলজি বিভাগ ও পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ৪-ভিএ নামের এক বিশেষ রাসায়নিক সংকেতের উৎপাদন ও ছড়ানোর পুরো প্রক্রিয়াকে চিহ্নিত করেছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী ন্যাচার-এ। জুয়োলজি বিভাগের গবেষক খাং লে জানিয়েছেন, পঙ্গপালের সদস্যরা একধরনের ফেরোমোন ছড়িয়ে অন্যদের ডাকে। এই রাসায়নিক সংকেতই তাদের ঝাঁকে ঝাঁকে একত্র হওয়ার মূল কারণ। পোকামাকড়ের শরীরে থাকা বিশেষ কোষ বা গ্রন্থি থেকে এমন ফেরোমোন নির্গত হ...