Thursday, September 18
Shadow

Tag: তবুও তুমি এলে

তবুও তুমি এলে

তবুও তুমি এলে

গল্প, সাহিত্য
একেএম নাজমুল আলম  রাত দশটা পেরিয়েছে। কমলাপুর স্টেশন ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। সিয়াম প্ল্যাটফর্মে এক কোণে বসে আছে—হাতে এক গ্লাস চা, চোখে বিরহের ছায়া। নীলার সঙ্গে তার শেষ দেখা আজ থেকে ঠিক এক বছর আগে। একটি ভুল বোঝাবুঝি, একটি তিক্ত বাক্য, আর একরাশ অভিমান তাদের আলাদা করে দিয়েছিল। নীলা বলেছিল, “তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো, নাকি শুধু তোমার ইগোর অংশ আমি?” সিয়াম সেদিন চুপ ছিল। আর সেই চুপ থাকাই ছিল সবচেয়ে বড় উত্তর। নীলা চলে গিয়েছিল ঢাকা ছেড়ে—এক চিঠি রেখে, "যদি সত্যিই ভালোবাসো, একদিন ঠিক দেখা হবে।" সিয়াম আজও সেই চিঠি যত্ন করে রেখে দিয়েছে। মাঝে মাঝে পড়ে—চোখ ভিজে যায়। আজ হঠাৎ ফোনে একটা অজানা নম্বর থেকে এসেছিল এসএমএস: “শেষ ট্রেনটা রাত ১১:৪৫-এ ছাড়বে। আমি আসবো কিনা, জানি না। কিন্তু তুমিই বলেছিলে—শেষ সুযোগটা যেন আমি দেই।" সিয়াম জানে, এই ট্রেনটা নীলার শহর থেকে...