Saturday, November 15
Shadow

Tag: ডাম্বো অক্টোপাস

নতুন প্রজাতির ডাম্বো অক্টোপাস পাওয়া গেল চীনে

নতুন প্রজাতির ডাম্বো অক্টোপাস পাওয়া গেল চীনে

বিদেশের খবর
পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রে অক্টোপাসের একটি নতুন প্রজাতির সন্ধান পেলেন চীনের গবেষকরা। এর নাম দেওয়া হয়েছে গ্রিম্পোটিউথিস ফেইথিয়ানা। প্রজাতিটি ডাম্বো অক্টোপাস পরিবারের অন্তর্ভুক্ত। দেখতে জনপ্রিয় কার্টুন চরিত্র ডাম্বো হাতির মতো হওয়ায় এর পরিবারকে ডাম্বো অক্টোপাস বলা হয়। চীনা বিজ্ঞান একাডেমির সমুদ্রবিদ্যা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ক্যারোলিন সিমাউন্ট এলাকায় ১,২০০ মিটারেরও বেশি গভীরে নতুন অক্টোপাসটি খুঁজে পেয়েছেন। এটি প্রায় ২০ সেন্টিমিটার লম্বা। শরীর স্বচ্ছ কমলা-লাল এবং এটি নরম, জেলির মতো। গবেষকরা দেখেছেন, এই অক্টোপাস যখন সাঁতার কাটে, তখন এর কানের মতো পাখনাগুলোও নড়ে। এর হাতের মাঝের পাতলা চামড়াগুলো সুন্দরভাবে সংকুচিত ও প্রসারিত হয়। চীনের তানহুয়াং ম্যুরালগুলোতে দেখা যায় এক উড়ন্ত দেবীকে। তার নামই ‘ফেইথিয়ান’। সেই অনুপ্রেরণাতেই অক্টোপাসটির নামকরণ। এই আবিষ্কারের মাধ্য...