ইরানের ওপর হামলায় চীনের গভীর উদ্বেগ, সংঘাত না বাড়ানোর আহ্বান
জুন ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতায় হস্তক্ষেপমূলক যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করেছে চীন।
শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ কথা জানান।
তিনি বলেন, ইসরায়েলের হামলার বিষয়ে চীন গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এ ধরনের পদক্ষেপের সম্ভাব্য গুরুতর পরিণতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। হঠাৎ করে আবারও অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধির ঘটনা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়।
চীন সকল সংশ্লিষ্ট পক্ষকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার মতো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি যেন আরও না বাড়ে, সে বিষয়ে সতর্ক করেছে।
পরিস্থিতি শান্ত করতে চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান মুখপাত্র লিন।
সূত্র :- সিএমজি...








