মান্দায় ধর্ষণ মামলায় সাবেক সেনা সদস্য গ্রেপ্তার
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় ধর্ষণ মামলায় রহিদুল ইসলাম নামে এক সাবেক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ সিপিএসসি কোম্পানী রাজশাহী’র সদস্যরা। মঙ্গলবার রাত পৌনে ২ টার দিকে উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের হাট চকগৌরি এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামী, উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামের মৃত মুনসুর আলী’র ছেলে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী বলে জানা গেছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী এবং আসামী প্রতিবেশী মামাতো- ফুফাতো ভাই বোন। এ জন্য উভয়ের মাঝে সু-সম্পর্ক ছিলো। সেই সুবাদে আসামী বাদীর সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এছাড়াও আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে বিয়ের প্রলোভনে বাদীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতো সে। এরই এক পর্যায়ে গত ১ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টার দিকে চেতন...







