মান্দায় এক মুসলিম গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হিন্দু যুবক শ্রীঘরে!
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মুসলিম গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক শ্রী সন্তোষ মন্ডল ওরফে সন্টু নামে হিন্দু সম্প্রদায়ের এক যুবককে জেল হাজতে (শ্রীঘরে) পাঠিয়েছে পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে তাকে। এর আগে রোববার রাতে উপজেলার ভাঁরশো ইউনিয়নের রাজেন্দ্রবাটী গ্রামে তাকে আপত্তিকর অবস্থায় আটকের পর পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। আটককৃত শ্রী সন্তোষ মন্ডল ওরফে সন্টু (৪৯) উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিল করিল্যা গ্রামের সুধান্ন চন্দ্র মন্ডলের ছেলে।মামলার এজাহারসূত্রে জানা গেছে, বাদী একজন গৃহিনী। বাদীর স্বামী কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। বাদিনীর বসত বাড়ীর পাশে আসামীর জমি জায়গা আছে। আসামী জমি জায়গা দেখতে গিয়ে বাদিনীকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিতো। বাদী ও তার স্বামী আসামীকে এহেন কার্য থেকে বিরত থাকার জন্য নিষেধ করেন। বাদি...





