শেরপুরের ভোগাই নদীতে ভেসে উঠা সিএনজি উদ্ধার
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত একটি দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। ১৪ জুলাই সোমবার দুপুরে পৌরশহরের ভোগাই নদীর আড়াইআনী বাজার ঘাট থেকে সিএনজিটি উদ্ধার করা হয়। সিএনজিটির রেজিস্ট্রেশন নম্বর ময়মনসিংহ থ-১১-৩৮৯৯। তবে এখনো সিএনজির মালিক বা চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ভোগাই নদীর চেয়ারম্যান বাড়ি ঘাটে দুমড়েমুচড়ে যাওয়া একটি সিএনজি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে সিএনজির কোনো মালিক বা চালকের সন্ধান না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সিএনজিটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কর...









