রাস্তার অভাবে জনগনের কাজে আসছে না সেতু
নান্দাইলে কোটি টাকার সেতুর ওপর দিয়ে ২৫ বছরেও চলতে পারেনি যানবাহন
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার বলদা বিলের কাছাকাছি দাতারাটিয়া (পুতলাকান্দা) গ্রামের নলা খালে নির্মিত সেতুটির দুইপাশে রাস্তার অভাবে জনগনের কোন কাজে আসছে না ২০০১সনে কোটি টাকার খরচ করে নিমার্ণ করার এই সেতুটি। র্দীঘ প্রায় ২৫ অতিবাহিত হলেও এই সেতু দিয়ে আজ পর্যন্ত একটি গাড়িও উপর দিয়ে পারাপার হতে পারিনি। জানাযায়, ২০০১ সালে ৩৭ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থ পাকা ব্রিজটি প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। নান্দাইল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এ সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। সরজমিনে পরিদর্শন ও স্থানীয় এলাকাবাসীরা জানান, বলদা বিলের তিন দিকে নেই বাড়িঘর। একদিকে নিচু কাঁচা রাস্তার শেষ মাথায় একটি খাল। খালের অন্য পাশে রাস্তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু সেই খালের ওপর কোটি টাক...






