পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় এন্টি- মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ক (এএমআর) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লোনাপানি গবেষণা কেন্দ্র অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন জুনিয়র কনসালটেন্ট গাইনী ডা. সুজন কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও ওয়াটার এইড বাংলাদেশ এর প্রতিনিধি ডা. আওরঙ্গজেব আল হোসাইন। প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, নারায়ণ চন্দ্র শিকারী, মাও. আবু সাদেক, শিক্ষক রবিউল ইসলাম, ওয়াটার এইড বাংলাদেশের প্রতিনিধি সুমন কুমার সাহা, নবলোক পরিষদের ওমর ফারুক জুয়েল, সাংবাদিক এসএম বাবুল আক্তার, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, জাহাঙ্গীর আলম, নবলোক পরিষদের কাজী ফারহানা আফরোজ, তন্ময় কান্তি মজুমদার, যমুনা রাণী রায় ও হীমা ব্যানার্জি প্রমুখ বক্তৃতা করেন। কর্মশালায় বক্তারা রেজিস্ট্যাড চিকিৎসকের পরামর্শ এন্টিবায়োটিকের ব্যবহার, প্রয়োজন ছাড়া ব্যবহার না, প্রয়োজনে কোর্স সম্পন্ন করা, জীবাণুর বাহক বাতাস ও পানি জীবাণু মুক্ত করা সহ এন্টিবায়োটিকের অকার্যকারিতা রোধে জনসচেতনতায় সবাই কে এক সঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় বিভিন্ন স্টেক হোল্ডার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।