Thursday, September 18
Shadow

কী দিয়ে রাঙানো সমাজ

সাবিত রিজওয়ান 

উলূক পাখি কার কাছে কী জানাতে চায়, 

বটগাছে কারা যেন বাঁদুরের মত উল্টো ঝুলে আছে হায়। 

এ কোন শকুন? ঠোঁট তার রামদার মত, 

মরা মানুষের কঙ্কাল চুরি করে! এমন পেটুক হয়েছে এরা বুঝেনা কে জীবিত। 

শুকনো মরিচের গুড়ার দিয়ে হচ্ছে হলি খেলা, 

মিথ্যে কথা হয়েছে মধুর সুর! 

মানুষের ন্যায় স্বাভাবিক নয় তার চুলগুলা 

ধর্মটা হয়েছে ক্ষমতা পাওয়ার জন্য যুদ্ধ করার হাতিয়ার। 

কাশফুল গুলো শুকিয়ে গেছে, 

দেখ এই পথ খানি কখনো জটপাকানো, কখনো ধু ধু পড়েছে। 

পাখির মত সবাই উড়ে গেছে বিদ্যাপীঠ থেকে, 

বিদ্যাপীঠেও এখন ভরে গেছে অমানুষ! কে-বা সদাশয়ের খোঁজ রাখে। 

নদের বুকে আগুনের বলক 

সুখ-দুঃখের তাপ, 

জোঁকের চেয়েও বেশি রক্ত খায় এরা! 

জানিনা কোন ভুলের অভিশাপ। 

একে অপরকে করছে তারা ঠকাঠকি, 

ভুলে যাই নিজেদের স্বতন্ত্র সত্তা 

পরকিয়াতে নোঙর ফেলে রাখি। 

কি-যেন আসছে চোখে হানা দিতে, 

ক্ষমতাসীনের গদিতে চায় হায়নারা বসতে। 

হচ্ছে অকারণে কারো দেহের রগ কাটা, 

পুড়ে গেল দিনমজুরের যানবাহনটা। 

চিনির বদলে ডাল! 

কেন তরুণী পথে-ঘাটে, 

কেউ উলঙ্গের ন্যায়, কারো ছেলেদের ন্যায় ভাবসাব কাটে 

এর জাতির সন্মান- ভদ্রতা শিক্ষার অকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *