
স্বপন বিশ্বাস
কি এক্টা অবস্থা, রক্তে ভেজা রাস্তাঘাট,
কেউ ছুরি চালায়, কেউ পাথরে হাসে —
হৃদয়হীন এ উৎসব যেন,
একটি প্রাণের বিনাশ দেখে, কেউই থামে না পাশে।
শত লোকের ভিড়, শত চোখে আলো,
তবে কোথাও নেই করুণা, নেই একটুও ভালো।
কেউ করে ভিডিও, কেউ হাসে খুনে,
এই কি সভ্যতা? এই কি মানুষের রূপ ছদ্মবেশী বুনো?
একজন লুটিয়ে পড়ে, নিঃশ্বাস শেষে,
চারপাশে কেবল নীরবতা, আর ভয়ের বেশে।
মানব যদি হয় দানব, তবে
লজ্জা কি তোমার মৃত বিবেকেও জাগে?
তুমি কি মানুষ? নাকি কেবল রক্তের পুতুল?
কান্না না শুনে, দেখো শুধু—এই কি সভ্যতার মূল?
তোমার নীরবতা আজ এক ছুরি,
যা কুপিয়েছে তার বুক, করেছে ভবিষ্যৎ চুরি।
ওরে মানুষ, এখনও সময় আছে,
ভাঙো এ নীরবতা, গড়ে তোলো সাহসের মাঝে।
না হলে একদিন তোমারই বুক চিরে,
হাসবে কেউ, আর কেউ কেবল দেখবে—দাঁড়িয়ে ভিড়ে।
