Friday, August 15
Shadow

চিকিৎসা নিতে চীনের ইউনান প্রদেশে কীভাবে যাবেন বাংলাদেশিরা

বাংলাদেশ থেকে অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য এখন চীনের ইয়ুননান প্রদেশে যাচ্ছেন। বিশেষ করে চীনের ইয়ুননান প্রদেশে উন্নত প্রযুক্তির পাশাপাশি তুলনামূলকভাবে কম খরচে চিকিৎসা পাওয়া যায়, যা অনেক বাংলাদেশির জন্য একটি বড় সুযোগ। চিকিৎসা নিতে এজেন্সির সাহায্য নিয়ে থাকেন অনেকে। কিন্তু চাইলে অনলাইনে নিজেও এসব প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

প্রথমে, চীনে চিকিৎসা নিতে চাইলে হাসপাতাল থেকে একটি আমন্ত্রণপত্র বা Medical Invitation Letter সংগ্রহ করতেই হবে।

  • এক্ষেত্রে রোগী বা তার পক্ষে অন্য কাউকে হাসপাতালের ওয়েবসাইটে গিয়ে যথাযথ ইমেইলে যোগাযোগ করতে হবে।
  • রোগীর যাবতীয় চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট ও পাসপোর্টের কপি ইমেইলে পাঠাতে হবে।
  • যাচাইকরণের পর হাসপাতাল একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ইস্যু করবে। একইসঙ্গে রোগীর কী করণীয়, কত খরচ পড়তে পারে, সেই বিষয়ে একটি প্রাথমিক ধারণাও দেবে। এই আমন্ত্রণপত্রই চীনা ভিসা আবেদনের মূল ভিত্তি।

এবারে আসি ভিসা আবেদন প্রক্রিয়ায়

ভিসার জন্য আপনাকে অনলাইনে চীনের ভিসা আবেদন কেন্দ্রে আবেদন করতে হবে। যার ঠিকানা  

 (https://bio.visaforchina.cn/DAC3_EN/tongzhigonggao/230486683064340480.html)

  • ভিসা আবেদনের সময় সাধারণত প্রয়োজন হবে: পাসপোর্ট, ছবি, হাসপাতালের আমন্ত্রণপত্র, মেডিকেল রিপোর্ট, ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট, রক্তের সম্পর্ক প্রমাণের গ্যারান্টিপত্র, ফ্লাইট বুকিং ও হোটেল বুকিং, ভিসা ফি।
  • ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে ৫ থেকে ৭ কার্যদিবস সময় লাগে। দূতাবাসে আবেদনের পরিমানের উপর ভিত্তি করে সময়কাল কম বেশি হতে পারে।
  • এছাড়াও ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস বা নিয়ম নীতির বিষয়ে বিভিন্ন সময়ে পরিবর্তন আসে। তাই সর্বশেষ আপডেটের জন্য অ্যাম্বাসি বা ভিসা সেন্টারের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।  

ভিসা হয়ে গেলে চীন যাওয়ার জন্য ঢাকা থেকে কুনমিং শহরে সরাসরি বা ট্রানজিট ফ্লাইট রয়েছে। 

কুনমিং যাওয়ার আগেই রোগী স্বজনদের থাকার ব্যবস্থা করে যেতে হয় সেজন্য

  • রোগী ও তার পরিবার কুনমিং বা তালিতে হাসপাতালের পাশে হোটেল বা সার্ভিস অ্যাপার্টমেন্টে থাকতে পারেন। তাদের সঙ্গে ইমেইলে অনলাইনে যোগাযোগ করা যেতে পারে।
  • অনেক হাসপাতাল নিজস্ব গেস্ট হাউসের ব্যবস্থা করে দেয়।
  • কিংবা এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকেই যোগাযোগ করলে তারা প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করতে পারে।

বাংলাদেশি রোগীদের জন্য নির্ধারিত ৪টি হাসপাতাল রয়েছে এগুলো হচ্ছে:

  • The First People’s Hospital of Yunnan Province
  • Yunnan Cancer Hospital
  • Kunming Medical University Hospital
  • Fuwai Yunnan Cardiovascular Hospital

এসব হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগের জন্য হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন সেখান থেকেই ইমেইল করুন

ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশি রোগীদের জন্য দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এমনকি জরুরি ক্ষেত্রে আবেদনের একদিনের মধ্যেও ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে।

চীনের ইয়ুননান প্রদেশের উল্লেখিত হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের ব্যাপারে আন্তরিক। তারা কোনো কোনো ক্ষেত্রে রোগী ও চিকিৎসকের মধ্যে যোগাযোগের জন্য দোভাষীর ব্যাবস্থাও করে দেয়।  

যারা চিকিৎসা নিতে বিদেশে যেতে চান, চীনের ইয়ুননান প্রদেশ হতে পারে উপযুক্ত বিকল্প।

ভিসা ক্যাটাগরি

https://www.visaforchina.cn/EDI3_EN/qianzhengyewu/jichuzhishi/banliliucheng

Visa Center Address:

3rd Floor, Praasad Trade Center, 6 Kemal Ataturk Avenue,Banani,Dhaka,Bangladesh.
Tel: 02226603261
E-mail: dhakacenter@visaforchina.org
Website: www.visaforchina.cn
Business hours: Sunday to Thursday (holidays will be notified separately)
                             Application submission&Payment : 9:00 am to 1:00 pm
                             Collection: 9:00 am to 3:00 pm 

Please note: Before you come to Visa Center to submit your passport and documents, please makesure you already pass the online checking and the order status should shows as”Passport to be submitted”.

Thank you and look forwad to seeing you.

                                       Chinese Visa Application Service Center in Dhaka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *