Saturday, November 15
Shadow

কেশবপুর থানায় পুলিশের কাজে বাধা ও অসদাচরণ: যশোরে জামায়াতের পেশাজীবী নেতা অ্যাডভোকেট ওয়াজিয়ুর রহমান গ্রেফতার

জেমস আব্দুর রহিম রানা, যশোর : যশোরের কেশবপুর থানায় পুলিশের কার্যক্রমে বাধা ও অসদাচরণের অভিযোগে জামায়াতে ইসলামীর পেশাজীবী ফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ওয়াজিয়ুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকালে যশোর শহর থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করলে কয়েক ঘণ্টা পর আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।

জানা গেছে, ওয়াজিয়ার রহমানের ভাইয়ের বিরুদ্ধে কেশবপুর থানায় মারামারির একটি মামলা হয়। ওই ঘটনার পর তিনি থানায় গিয়ে উত্তেজিত হয়ে পুলিশের কাজে বাধা দেন ও খারাপ আচরণ করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় কর্তব্যরত পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা এবং অসদাচরণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

কেশবপুর থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে এ ধরনের হস্তক্ষেপ গুরুতর অপরাধ। তবে অভিযুক্ত আইনজীবী ওয়াজিয়ার রহমান দাবি করেন, তিনি নির্দোষ এবং পারিবারিক কারণে থানায় গিয়েছিলেন।

পরে পুলিশ তাকে যশোর শহর থেকে আটক করে আদালতে পাঠালে, শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *