
নানামুখী বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও চীনের কর্মসংস্থান বাজার স্থিতিশীল রয়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের একাধিক নীতি সহায়তা কর্মসংস্থান ধরে রাখতে ও প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে ভূমিকা রাখছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে চীনের শহরাঞ্চলের গড় বেকারত্বের হার ছিল ৫.২ শতাংশ, যা আগের প্রান্তিকের তুলনায় ০.১ শতাংশ কম।
চীন সরকার কর্মসংস্থান স্থিতিশীল রাখতে সাত দফা নতুন নীতির ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে—বেকারত্ব বিমার রেয়াত বাড়ানো, সামাজিক বীমার সহায়তা বিস্তৃত করা এবং কর্মসংস্থান সংরক্ষণে বিশেষ ঋণ প্রদান।
সরকার তিন বছর ধরে প্রতি বছর এক কোটির বেশি মানুষকে পেশাগত দক্ষতা প্রশিক্ষণ দেবে। এতে স্বাস্থ্যসেবা, শিশু যত্ন, আধুনিক সেবা, অগ্রসর উৎপাদন শিল্প এবং নতুন পেশা খাতে গুরুত্ব দেওয়া হবে।
চলতি বছরের প্রথমার্ধে চীনের অর্থনীতি ৫.৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে, যা কর্মসংস্থানের ভিত্তি জোরদার করেছে।
নতুন প্রযুক্তি ও পরিষেবা খাতে নিয়োগের চাহিদা বেড়েছে। একটি বড় নিয়োগ প্ল্যাটফর্ম ‘চাওপিন ডটকম’ জানিয়েছে, হিউম্যানয়েড রোবট, নতুন উপকরণ এবং বুদ্ধিমান যন্ত্রপাতি খাতে নিয়োগ চাহিদা বেড়েছে যথাক্রমে ৩৯৮.১%, ৭২.১% ও ৫০.৩%।
এ ছাড়া পোষা প্রাণীসেবা, গাড়ি পরিষেবা, প্রবীণ সেবা, গেমিং ও অনলাইন সেবা খাতেও নিয়োগ ৩০ শতাংশের বেশি বেড়েছে। কর্মসংস্থানের মূল ভিত্তি হিসেবে কাজ করছে চীনের প্রায় ১৯ কোটি ব্যবসায়ী সত্তা।
সূত্র: সিএমজি
