Friday, August 15
Shadow

দিনাজপুরে খেলাফত মজলিসের বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাসুদুর রহমান , দিনাজপুর জেলা প্রতিনিধি:  ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূর্তিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দিনাজপুর লোকভবন প্রাঙ্গণ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম ও জেলা শাখার সেক্রেটারি মাওলানা জোবায়ের সাঈদের নেতৃত্বে এক বিজয় র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লোকভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালিতে ‘ধর্মবর্ণ ভিন্ন মত-সবার জন্য খেলাফত, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, এই ধরনে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

র‍্যালি শেষে লোক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ,পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ও সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা রাসেল ইসলাম।

র‍্যালিতে বাংলাদেশ খেলাফত  মজলিস বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি মুস্তাকিম আমির, বিরামপুর উপজেলা  শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিনহাজুল ইসলাম, পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি  মাওলানা লিয়াকত আলী, নবাবগঞ্জ সভাপতি মাওলানা মাহবুবুল আলম খান, বোচাগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ ওয়াহেদ আলী শাহ, মজলিসের নেতা হাফেজ হাফেজ আসাদ, হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, যুব মজলিস নেতা হাফেজ আব্দুল মোতালিব সিয়ামসহ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *