Thursday, October 2
Shadow

চীনে রেকর্ড সংখ্যক বৈদ্যুতিক গাড়ির বিক্রি, বাজার দখলে নিচ্ছে নতুন শক্তির যানবাহন

চলতি বছরের প্রথমার্ধে চীনের নতুন শক্তির যানবাহনবা বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এই সময়ে মোট যানবাহন বিক্রির ৪৪.৩ শতাংশই ছিল বৈদ্যুতিক গাড়ি, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।

সম্প্রতি দেশটির মেশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশনের এসব তথ্য জানিয়েছে।

২০২০ সালে চীন সরকার ২০৩৫ সালের মধ্যে মোট গাড়ি বিক্রির ৫০ শতাংশের বেশি বৈদ্যুতিক গাড়ি দিয়ে পূরণ করার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। বর্তমান পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে, সেই লক্ষ্য পূরণের পথে দেশটি দ্রুত এগিয়ে চলেছে।

বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রণোদনা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তির সহজলভ্যতা এই প্রবৃদ্ধির প্রধান কারণ। এর ফলে চীনের গাড়ির বাজারে বৈদ্যুতিক গাড়ির দাপট দিন দিন বাড়ছে এবং জীবাশ্ম জ্বালানি নির্ভর গাড়ির দিন শেষ হওয়ার পথে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *