

খ, ম,জায়েদ হোসেন, নাসির নগর, ( ব্রাহ্মণ বাড়ীয়া): ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলায় মাত্র ১৩৫ দিনে সম্পূর্ণ কোরআন শরিফ হিফজ করে আলোড়ন সৃষ্টি করেছে ১০ বছরের শিশু ফজলে রাব্বুল। উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের এই শিশু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শিশু হাফেজ নামে পরিচিত পেয়েছে।
হাফেজ শিশুর বাবা মোঃ ফরিদ মিয়া ও পারভীন বেগম দম্পতির স্বপ্ন ছিল ছেলেকে হাফেজ বানানোর, এই স্বপ্নকে বুকে লালন করে ভর্তি করা হয় বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে হজরত শাহ জালাল ( রহঃ) দারুস সুন্নাহ হাফেজিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসায়। সেখানে ভর্তি হওয়ার পর মাত্র ১৩৫ দিন (৪ মাস ১৫ দিনের) মধ্যে পুরো ৩০ পারা কোরআন শরীফ মুখস্ত করে হাফেজ হয় ফজলে রাব্বুল।
তার এ অর্জনে আনন্দিত তার পরিবার , শিক্ষক,সহপাঠী সহ এলাকাবাসী। তার এমন সাফল্যে মাদ্রাসা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রশংসার সাগরে ভাসছে তার পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান।
মাদ্রাসার প্রধান মুহতামিম হাফেজ ক্বারী মোঃ জাকারিয়া আহমদ জাকির প্রতিবেদককে বলেন, ফজলে রাব্বুল অত্যন্ত মেধাবী, মনোযোগী এ পরিশ্রমী। তার এই গুণাবলী ধরে রাখতে পারলে ভবিষ্যতে সে একজন যুগশ্রেষ্ঠ আলেম হয়ে উঠতে পারবে। হাফেজ ফজলে রাব্বুলের এই অসামান্য কীর্তিতে খুশি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন তার ব্যাক্তিগত উদ্যোগে শিশু হাফেজ ফজলে রাব্বুলকে পুরস্কৃত করেন। পাশাপাশি তিনি হাফেজ ফজলে রাব্বুলকে উৎসাহ এ দিকনির্দেশনা দিয়ে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নিজেকে ভবিষ্যতে একজন বড় আলেম হিসেবে সবার মুখ উজ্জ্বল করতে চায়।সে জানায়, শিক্ষকদের স্নেহ ভালোবাসা আর দিকনির্দেশনায় এত অল্প সময়ে হাফেজ হতে পেরে আল্লাহ তায়ালা নিকট শুকরিয়া জানাই, এবং দেশবাসীর কাছে দোয়া চাই।