Saturday, August 2
Shadow

রক্ত দিয়ে কেনা

সজীম শাইন

সন্ধানী চোখে কবিতার খুঁজে 

নিজের ভারসাম্য বজায় রাখি,

আবৃত্তির সাজে, দক্ষ কারুকাজে 

কণ্ঠশিল্পীর মায়াবী যুগল আঁখি। 

দ্রোহের কবি, গণমানুষের ছবি

বাঙালি জাতির গর্বিত সেনা,

বৈষম্য বিরোধী কর্মে সাম্যবাদী

অর্জিত সীমানা রক্ত দিয়ে কেনা।

প্রহরী মাতাল, করে গোলমাল 

নিরোধন কাব্য করবো বপন,

সময়ের মূল্য নেই তার তুল্য

আমি সার্থক পাঠকের স্বজন। 

দুর্গাপুর, নেত্রকোণা।

FacebookMastodonEmailShare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *