Saturday, November 15
Shadow

দুর্নীতিবাজরাই ইসলামী আন্দোলনের উত্থানকে ভয় পায়-ঝিনাইদহে গণসমাবেশে পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম- পীর চরমোনাই বলেছেন, ক্ষমতা প্রেমিক ও দূর্নীতিবাজরাই ইসলামী আন্দোলনের রাজনৈতিক উত্থানকে ভয় পায়। এজন্য তারা ইসলামী আন্দোলনকে বিতর্কিত করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ইসলামপন্থীদের গণজাগরণ দেখে তাদের মাথা অর্ধেক পাগল হয়ে গেছে। আগামীতে ইসলামের বিজয় দেখে ওদের মাথা পরিপূর্ণ পাগল হয়ে যাবে।

মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ পায়রা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশটা লুটপাট করেছে। তার মন্ত্রী, এমপি ও সাধারণ নেতা-কর্মীরা কোটি কোটি টাকার মালিক হয়েছে।

তিনি আরো বলেন, আমরা আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, বিএনপিকে দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হতে দেখিনি। তাই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে, ঘুষ, দুর্নীতি ও কালো টাকার নির্বাচন বন্ধ করতে হলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। ৫ আগস্টের পর দেশব্যাপী যারা লুটপাট, চাঁদাবাজী ও দখলদারিত্ব কায়েম করেছে তাদের প্রত্যাখান করতে জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে।’ আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলসমূহের নির্বাচনী সমঝোতা প্রায় চূড়ান্ত। তাই আগামীতে ইসলামের পক্ষে একটি ভোটের বাক্স দেওয়া হবে।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল।

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *