Monday, July 28
Shadow

মান্দায় আত্মহত্যার ঘটনায় মামলা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সৎমায়ের নির্যাতন সইতে না পেরে আফরিন আক্তার রিভা (১৫) নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় দুইজনের বিরুদ্ধে প্ররোচনার মামলা করা হয়েছে। শনিবার রাতে মান্দা থানায় মামলাটি করেন মারা যাওয়া স্কুলছাত্রী রিভার মা রুমালি আক্তার।


মামলায় স্কুলছাত্রী রিভার বাবা নওগাঁর পত্নীতলা উপজেলার কাঁটাখালি গ্রামের বাসিন্দা আকবর হোসেন (৪২) ও তার দ্বিতীয় স্ত্রী রোজিনা আক্তারকে (৩৫) আসামি করা হয়েছে। স্কুলছাত্রী রিভা মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে একটি ভাড়া বাসায় থেকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে নবম শ্রেণীতে লেখাপড়া করছিল।


বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, স্কুলছাত্রীর মরদেহ ময়নাতদন্ত শেষে পত্নীতলা উপজেলার কাঁটাখালি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঘটনায় তার মা বাদী হয়ে স্বামী ও সতীনের বিরুদ্ধে থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা করেন। মামলার আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।


প্রসঙ্গত, স্কুলছাত্রীর বাবা আকবর হোসেন সম্প্রতি রোজিনা আক্তার নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। দু’সপ্তাহ আগে ওই নারীকে এনে প্রথম স্ত্রীর ভাড়া বাসায় তোলা হয়। এ নিয়ে পারিবারিক ঝামেলা শুরু হলে গত সোমবার (২১ জুলাই) প্রথম স্ত্রী রুমালি আক্তারকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়। এ সময় রিভা ও তার ভাই রিয়াদকে মায়ের সঙ্গে যেতে দেওয়া হয়নি।

এরপর থেকে স্কুলছাত্রী রিভা ও তার ভাই রিয়াদের ওপর বিভিন্নভাবে নির্যাতন শুরু করেন সৎমা রোজিনা আক্তার। গত শুক্রবার (২৫ জুলাই) সৎ মায়ের হাতে মারধরের শিকার হয় রিভা। এ অবস্থায় গতকাল শনিবার শয়ন কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। রিভা আত্মহত্যার আগে তার বাবা ও সৎমাকে দায়ী করে একটি চিরকুট লিখে যায়। ঘটনার পরপরই আত্মগোপনে যান অভিযুক্ত রোজিনা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *