
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, সন্ত্রাস চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়া জুলাইয়ের অন্যতম চেতনা। জুলাই চেতনাকে পাশ কাটিয়ে একটি দল নিজেদেরকে ক্ষমতায় নিয়ে যেতে পাগলপ্রায়। ৫ আগস্টের পরে এই দেশটা গঠন করার সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। এখন এই সুযোগের সদ্ব্যবহার করতে না পারলে আমাদের দুঃখ দুর্দশার অন্ত থাকবে না। দেশে যেন নতুন করে কেউ চাঁদাবাজদের, খুনিদের, আয়নাঘরদের সহযোগী না হই এবং টাকা পাচারকারীদের সহযোগী না হই। চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে সকল ইসলাম ও দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মুফতী মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুফতী সুলতান মাহমুদ সিরাজীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জামালপুর জেলা সাবেক সভাপতি ডা. সৈয়দ ইউনুছ আহমাদ, বামুক সদর হাজী শামসুল হক, মুফতী জাহিদুল ইসলাম, হাফেজ বুরহান উদ্দিন, মাদারগঞ্জ থানা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারী মাওলানা আব্দুল মান্নান, মেলান্দহ থানা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সেক্রেটারী মাওলানা মুখলেসুর রহমান প্রমুখ।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ৫ আগস্ট খুনি এবং ফ্যাসিস্ট, টাকা পাচারকারী শেখ হাসিনা বুঝতেও পারিনি তার দেশ ছেড়ে পালাতে হবে। কাজেই অতীত থেকে শিক্ষা নিতে ব্যর্থ হলে তাদের মত পরাজয় বরণ করতে হবে। চাঁদাবাজ, খুনি ও স্বার্থান্বেষী মহলকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, বাংলাদেশের মানুষ, দেশপ্রেমিক মানুষ আজ সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। তাদের তোড়ে, তাদের আওয়াজে আজ এ চাঁদাবাজ, খুনি, টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে।
ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব আরও বলেন, মায়ের কলিজা ফাটা আত্মচিৎকার, কান্না আর শুনতে চাই না। পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে বর্বর কায়দায় পাথর দিয়ে মেরে হত্যা করা হল। এ দৃশ্য বাংলার মানুষ দেখতে চায় না।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন করতে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করল সেই আশা পূরণ হয়নি। কিন্তু ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন তাদের মাধ্যমে কি একটারও বাস্তবায়ন আমরা দেখেছি? বরং আমরা কি পেয়েছি, ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে নির্বিচারে পাখির মতো গুলি করা হয়েছে। হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছেন। এমতাবস্থায় ত্রয়োদশ নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইসলামই এেেদশর রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ।