Tuesday, July 29
Shadow

মৃত্যুর অজানা ডাক

সাবিত রিজওয়ান

দুনিয়াটা ক্ষণস্থায়ী—
সুখ-দুঃখে থাকে প্রহরে,
হয়তো কখনো এই জীবনে মরিচীকা ধরে।
কবে যেন মৃত্যু হঠাৎ করে ডাকে আমায়,
চলে যেতে হবে একা—সব কিছু ছেড়ে হায়।
কেউ শত্রুতায়, কেউ মিত্রতায় বলবে, “বিদায় হয়েছে আপদ”,
কেউ থাকবে শোক পালনে, কেউ দেখাবে মিছে দরদ।

দুনিয়া থেকে মুক্তি পাওয়া সহজ নয়।
জানিনা কতগুলো পাপ করেছি, কতটুকু নেক আমলনামায়।
মরণ কালে যেন কালেমা আমার মুখে হয় উচ্চারিত, ওগো মালিক,
দিও ইমান প্রাপ্তির তৌফিক, করুণার অমল ধ্বনিক।
হয়তো সকলের কাছে আর কখনো মাফ চাওয়ার সুযোগ না-ও পেতে পারি,
তাই আজই চাচ্ছি মাফ—যদি তিল কিংবা পাহাড়সম ক্ষতি করি।

আমার রুহের মুক্তির আশায় কেউ কি কখনো কাঁদবে?
ভালবেসে আল্লাহর দরবারে প্রার্থনা করবে?
জানিনা পরকালে কোথায় পাব ঠাঁই—
জান্নাত নাকি জাহান্নাম—ভাবলেই বুকের মাঝে আশঙ্কা দেয়।
মরণের কথা স্মরণ কর,
কবর ডাকে সত্তর বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *