Sunday, July 27
Shadow

চীনের আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে অতিথি স্পিকার যবিপ্রবি কোষাধ্যক্ষ

চীনের অষ্টম আন্তর্জাতিক ইংরেজি শিক্ষা সম্মেলনে ফিচার স্পিকার হিসেবে যোগ দিতে আট দিনের সফরে চীনে অবস্থান করছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

২২-২৭ জুলাই অষ্টম গ্লোবাল ইংলিশ এডুকেশন চায়না অ্যাসেম্বলি এবং বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার কোলাবোরেশন সম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনের অতিথি বক্তা হিসেবে যোগ দিতে মঙ্গলবার দেশ ছাড়েন ড. হোসেন আল মামুন।

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস.এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

চায়না ডেইলি এবং শাংহাই ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি এশিয়ার সবচেয়ে প্রভাবশালী ভাষা শিক্ষা সম্মেলন গুলোর মধ্যে একটি। এই সম্মেলনের লক্ষ্য হলো, ইংরেজি শিক্ষার ক্ষেত্রে চীন এবং অন্যান্য দেশের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা জোরদার করা, চীনে ইংরেজি শিক্ষার উপর বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি প্রদান করা এবং বিশ্বব্যাপী ইংরেজি শিক্ষার জন্য চীনা জ্ঞান থেকে অন্তর্দৃষ্টি প্রদান করা।

চীনা এই সম্মেলনটি সাত বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে, যার প্রতিটিতে বিশ্বজুড়ে হাজার হাজার ইংরেজি শিক্ষক অংশগ্রহণ করেছেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *