Sunday, July 27
Shadow

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আসিয়ান মহাসচিবের বৈঠক

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান-এর মহাসচিব কাও কিম হোর্নের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার বেইজিংয়ে এই বৈঠক করেন তারা।

এ সময় ওয়াং ই বলেন, চীন তার পার্শ্ববর্তী কূটনীতিতে আসিয়ানকে সর্বদা অগ্রাধিকার দিয়ে থাকে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আসিয়ানের আরও গুরুত্বপূর্ন ভূমিকার প্রতি সমর্থন জানায়।

বর্তমান পরিস্থিতিতে চীন ও আসিয়ানকে তিনটি মূল খাতে সহযোগিতায় মনোযোগী হওয়ার আহ্বান জানান ওয়াং ই।তিনি বলেন, উভয় পক্ষকে মুক্ত বাণিজ্য ও বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার পক্ষে একত্রে কাজ করতে হবে এবং দক্ষিণ চীন সাগরে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার একটি নতুন বার্তা তুলে ধরতে উভয় পক্ষকে দক্ষিণ চীন সাগরে ঘোষিত ডিক্লারেশন অন দ্য কনডাক্ট পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।

আসিয়ান মহাসচিব কাও কিম হোর্ন চীনের পক্ষ থেকে আসিয়ান নেতৃত্বকে আঞ্চলিক সহযোগিতায় কেন্দ্রীয় অবস্থানে রাখার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আসিয়ান-চীন সম্পূর্ণ কৌশলগত অংশীদারিত্বের পঞ্চম বার্ষিকীকে কেন্দ্র করে চীনের সঙ্গে কৌশলগত সামঞ্জস্য আরও জোরদার করতে এবং সব ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়াতে আগ্রহী আসিয়ান।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *